কালা শাহ রচিত গান নং ৪৭

প্রাণ বন্ধে মাইলো গো, কলিজায় খেদঙ্গ তীর (হায়রে)
দিবা নিশি, কান্দি বসি, দুই নয়ানে বহে নির ।। (হায় অস্থির)
কি শেল মারিলো মোরে রসের কালাচাঁন
পাইতে পিরীতেরও ফান্দে (হায়রে)
গোপনে পিরীত করিলাম গোকুলে, কেনে হইলো জাহির (হায় অস্থির)
প্রেম করিয়া নিষ্ঠুরের সনে গেল জাতি কূল
এখন কান্দাকাটি রুল হায়রে ।।
মুখ দেখাইনা লোকের কাছে,
শরম তারও পিরীতির (হায় অস্থির)
দিবানিশি জ্বলে অগ্নি কলিজার মাঝার
জ্বইলে হইলাম আঙ্গার (হায়রে)
বন্ধুর সুখে শুকাইলো কালাশার চক্ষের নির (হায় অস্থির) ।।