কালা শাহ রচিত গান নং ৯৩

কালাশা তুই রঙ্গে রসে, ভুইলে রইলে নামটি তার ।
ওরে, গোনার দিন ফুরাইয়া গেলে, শেষে করবে হাহাকার ।।
দমের উপর বাড়িঘর, দম ছুটিলে সবই পর
ওরে আসবে শমন, করবে দমন,
কাঁদবে তখন জারেজার ।।
জাগা-জমি পাকা বাড়ি, চিরকাল তোর রবেনারে ।
খাট-পালঙ্ক, ফুলবিছানা, জমিদারী গোরের পার ।।
মুর্শীদ গঞ্জের হাট বাজার
খরিদ বিকি হইলো না তোমার
ওরে সোনার দরে গিলটি সীসা
কিনলে কি আর হয় বেপার ?
এনেছিলাম রত্ন-ধন, দিয়েছিলো মহাজন
ওরে, মহাজন জিজ্ঞাসিলে কি উত্তর দিবে তার ।।
মুর্শীদগঞ্জের বেচাকেনা, আমা হইতে আর হইলোনা ।
আঙ্কির ধারে কাঞ্চাসোনা থুইয়া, ঘুরাও এ সংসার ।।
কালাশা তুই খাইলি নেশা, হারাইলি পথের দিশা ।
পন্থির সনে পন্থ লইয়া, ঈমানের নৌকায় বান্ধো দাড় ।।