কালা শাহ রচিত গান নং ১৪৮

মানুষ কী ধন, মানুষ বলে কারে ।
থাকিতে জীবন, করোহে সাধন
অমূল্য রতন মানুষেরই ঘরে ।।
তিনশত ষাট মোরাকাবা,
দিনে রাইতে করে যেবা
সে তো মানুষ ধ্যানের মন্দিরে ।
চব্বিশ হাজার ছয়শত দম
এক দমে না হয় কম
ধ্যান জপে কলবের শহরে ।।
ফানা ফিশ শেখ, ফানা বাকা
যার বর্জক হইছে পাকা
মইজে থাকে রূপের সাগরে ।
আট বাক বারো বুরুজ
ঘোরে সদাই চান্দ সুরুজ
দেখে তামশা বইসে হৃদয়পুরে ।।
মানুষ মানুষ সবই মানুষ
কিবা হুশ, কিবা বেহুশ
চেনো মানুষ মুর্শীদের ঘরে ।
মুর্শীদের টিকিট ছাড়া
মানুষ নাম পশুর ধারা
কলুর বলদ সদাই চাকে ঘোরে ।।
মানুষ যদি হতে চাও
প্রেম বাজারে চলিয়ে যাও
প্রেম কি ধন, প্রেমে চিনো তারে ।
কাফ নাম শীনে, তারে নাহি চেনে
জবর বিনে প্রেম তরঙ্গে ঘোরে ।।