চাইর চীজে বানাইলো ইস্টিমার, এ কী চমৎকার ।
হাওয়ার আগে চলে বেগে, উড়োপ্লেনের ছয়মাস আগে
নিমেষেতে ঘোরে এই সংসার ।।
হস্ত পদ কর্ণ নাসা, দেখো চাইয়া আজব তামাশা
কি কারখানা করছইন পরোয়ার ।
হাওয়া বাবু প্যাসেঞ্জার, চালাইয়াছে কি রং বাহার
নয়নপুরে দেখে দুরবীনদার ।।
আব আতস খাক বাতে, ইঞ্জিল ভাণ্ডার বানায় সাধে
দিল্লি শহর এলাহী কারবার ।
সুলতান নসিরাপুরী, রাখছে মাওলায় তেরোজুড়ি
মণিপুরে আছে তবিলদার ।।
লাহুত মলকুত নাছুত জবরুত
তারা চাইরজন আছে মজবুত
চাইর জনের চারিটি কারবার ।
কেহই বলে কেহই চলে, কেহই দেখে কেহই শুনে
ঐ চাইরজন জাহাজের সরদার ।।
মুরতালাতে নফস রাজা, তারই আছে কত প্রজা
উজির নাজির আছে বেশুমার ।
কামকুম্ভীর তার পাহারাদার, ডুবাইলো এ সংসার
তারই হাতে সবই গিরিপ্তার ।।
মনমনুরা আছে কাজে, চকি ফিরে ঐ জাহাজে
দুইও পক্ষে তাহারি কারবার ।
সুমতি কুমতি আর, মন মনুরার ছল্লাদার
যার তার মতে চালাইছে কারবার ।।
কালাশায় কয় পড়ছি ফেরে, তারার সঙ্গে পারিনা জোরে
ভালা-বুরা, তারারই এখতিয়ার
ধরিয়া মুর্শীদের চরণ, আল্লার নামটি করো স্মরণ
তারা সকল হবে তাবেদার ।।