বিসমিল্লাতে পয়দা হইলো এই দুনিয়া সব ঠাই ।
এবাদত বন্দেগী যত, বিসমিল্লা ছাড়া হবে নাই ।।
বিসমিল্লাতে পড়ছে আদম, বিসমিল্লাতে আল্লার রহম
আরশ কোরস লওহ কলম, ঐ বিসমিল্লাতে রাখছে সাই ।।
বিসমিল্লার তারিফ ভাই, এই জগতে হবে নাই ।
যে পাইলো বিসমিল্লার মর্ম, ভবে ক্ষুধা তার নাই ।।
হর কাজে বিসমিল্লা পড়ো, দেখবে বরকত কত বড় ।
হুজুরি লজ্জত পাবে, সেই মজা তো ভবে নাই ।।
কালাশা বিসমিল্লার মর্ম, পাইলিনা তুই গেলো জন্ম ।
মুর্শীদ ভজে জানগা মর্ম, দোজাহানে ঠেকা নাই ।।