রোজা কি ধন, নামাজ কেমন জানো নি
হজ যাকাত রোজা নামাজ কালেমা মোসলমানী ।।
নামাজেতে হইলে খাড়া, মনে দৌড়ায় গাড়ী ঘোড়া
শুকনাতে ডুবাইলে ভরা, দিল দরিয়া আপনি ।।
ফাওয়াইলুল্লিল মুসাল্লিনা, কাইসিলুস্তি নামাজ হয়না
ইন্নাসালাতে তানহা, বলেছে আল্লা রব গনি ।।
আদম সব সন্দুক বানাইয়া, আল্লা আছেন তালা দিয়া
কলেমা ছুড়ানি দিয়া লুকাইয়াছেন গোপনি ।।
মুর্শীদ ভজ, ও মন গাধা, বাপ থুইয়া তুই হারামজাদা
ঐ ছুরতে পাবে খোদা, দেখবেরে রূপ আপনি ।।
কদ আফলাহা মান জাক্কা, কোরাণেতে আছে পাক্কা
আর যতসব কানার ধোকা, মুর্শীদ মর্ম জানো নি ।।
মুর্শীদের লীলাখেলা, যে লিখছে তার নছিব ভালা
লা-পাকেতে মারছে তালা, পাকে খেলে পাকগনি ।।
দানাপানি না খাইলে, তারে নাহি রোজা বলে
নফসের বিচার না করিলে, রোজা তোমার হবে নি ।
ছুরা বকর ২৩ রুকুতে, ইয়া আইয়ুহাল্লাজিনাতে
লা-আল্লাকুম আছে তাতে, জানো নি তার ভেদ মায়নি ।।
সজিদাতে মাথা রাখো, যেমন খোদাকে দেখো
নইলে খোদায় তোমায় দেখে, সজিদা এই মায়নি ।।
কোথায় তোমার খোদা রইলো, মাথা ঠোকা সার হইলো
গরু বকরী ধান খাইলো, মনে জোগায় এমনি ।।
মুর্শীদের উছিলা করি, লুকাইয়াছেন পাক বারি
ইয়াদুল্লাহা-ফাওকা-আইদিহিম, বলেছে আল্লা আপনি ।।
মুর্শীদের হাতে ধর, কাফ লাম শীনের ঘর
জবর দিয়ে মায়নি কর, পাবেরে নামের ধনী ।।