কালা শাহ রচিত গান নং ১৬৪

লেখাপড়ায় কী কাম দিবে, বাতেনী ভেদ জানো ভাই
বাতেনী ভেদ না জানিলে এলমি শিক্ষার মূল্য নাই ।।
কালির অক্ষর শিক্ষা করি, লোকের কাছে বিষয় ভারী
কোন ভেদে গড়ছে তরী সেই ভেদের খবর নাই ।।
ছিলো নবী দ্বীন পয়গাম্বর, না চিনতো কালির অক্ষর
কলবেতে ধিয়ান করে সকল ভেদ বুঝাইতো ভাই ।।
নূর কালিতে অজুদমাখা, যে পাইয়াছে নূরের দেখা
কালির লেখা না পড়িলে ঠেকা সে তো পড়ে নাই ।।
মৌখিক মৌলবী যারা, এলমি তাজের দৌড়ায় ঘোড়া
বাতেনী ঘোড়ার সাথে এলমি ঘোড়া দৌড়ে নাই ।।
কিতাবের পৃষ্ঠার তলে, ওয়াজে না খোদা মিলে
সেই দলিলে খুজিলে মিলে হিংসা নিন্দা যার নাই ।।
কোরাণ পড়ো কিতাব পড়ো, লোকে কয় মৌলবী সাই
গলায় কোরাণ লটকাইলে গোর আজাবের মুক্তি নাই ।।
আরবী ফারসী হিন্দুস্তান, পইড়া আইছো বেদ কোরাণ
বুঝতে গেলে তিন জবান, খোদা পাওয়া হইলোনা ভাই ।।
মুর্শীদের উছিলা করি, লুকাইয়াছেন পাক বারি
ওয়া ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম বলেন আল্লা পাক সাই ।।
এলমে তাছাউফ, এলমে ফেকা, এলমে লুদুনি যার ছিনায় ।
সেই হইয়াছে জমির রৌশন, কালির লেখা চায়না ভাই ।।
মান আরাফা নাফশাহু, ফাকদ আরাফা রব্বাহু
ঐ হাদীসের কি চিনিলে, খালি ওয়াজ করো ভাই ।।
কত দেশ ভ্রমণ করি মুর্শীদ বাবা সুরেশ্বরী
এখনই আছেন শাহানূরি, তার পদের ধূলা চাই ।।
এই জমানার ফকীরালি, লোকে বলে তালিবালি
কালাশারে গালাগালি যত করো বাধা নাই ।।