কালা শাহ রচিত গান নং ৪১

পঞ্চ চন্দ্র ভেদের কথা শিখিয়া লওরে ভাই ।
অমাবস্যা কালে চন্দ্র থাকে কোন ঠাই ।।
পঞ্চ চন্দ্র রসের মেলা, আকাশে পাতালে খেলা ।
মণিকোঠায় দিয়া তালা করোরে লড়াই ।।
প্রেম আনন্দে লাগাও তালা রোহিনী চন্দ্রের খেলা ।
পঞ্চ চন্দ্র মণিপুরে ভাইরে বাজায়রে শানাই ।।
পঞ্চ চন্দ্র যাবে ধরা, জীবিত প্রাণে হইলে মরা ।
মরতে পারলে দিবে ধরা শোনো সাধু ভাই ।।
কালাশার চন্দ্র ধরা, হইলোনা জন্ম ভরা ।
কাম তরঙ্গে দিন গোয়াইলাম, না হইলো কামাই ।।