মানুষ জনম যায় বিফলে, আর কি জনম হবে ভাই ।
ওরে, দুইদিনের জিন্দেগীর লাগি
নফসের গোলাম বিষয় পাই ।।
মানুষ যদি হতে চাও, ধরো গিয়া মুর্শীদের পাও ।
ওরে, জেনা কেনা হিংসা ছাড়ো, তবে পাবে মন কানাই ।।
কলব রূহ ছেরর খপি, আপকা নফস ছয়টি রবি ।
চল নবীর উম্মত সবই, করবে নফসের লড়াই ।।
আব আতস খাক বাতে, মানুষ বানাইলা সাধে ।
আরশ কুরস লওহ কালাম, ঐ মানুষের রাখছে সাঁই ।।
মানুষেতে মালের ভাণ্ডার, চিনলিনা তুই মন দুরাচার ।
নফস সুরায় হইরা নিলো যত ছিলো তর কামাই ।।
কালাশায় কি খাইলো নেশা, হারাইলো পথের দিশা ।
সোনার দরে কিনলো সীসা, পাগল বেশে গান গাই ।।