হায়রে হৃদয়পুরে লাগিয়াছে প্রেমের আগুন,
ঠাণ্ডা করে কে রে (হৃদয়পুরে)
(ও বন্ধুরে) বিনা কাষ্ঠে জ্বলে অগ্নি, সয়না জ্বালা দিন রজনীরে ।
জলে গেলে দ্বিগুণ জ্বলে বন্ধুয়ার তরে রে (হৃদয়পুরে) ।।
(ও বন্ধুরে) প্রেম আগুনের ঔষধ নাই, বল আমি কোথায় যাইরে
আহাজারি জনম ভরি, পাইলামনা তরে রে ।। (ও বন্ধুরে)
মনের আশা না পুরিলো, হৃদ কমল শুকাইয়া গেলোরে,
এমন কঠিন হইয়া রইলাম কোন শহরে রে (হৃদয়পুরে) ।।
(ও বন্ধুরে) কইরা মোরে দেশান্তর, ছাড়াইলে বাড়ি ঘর রে
দিবা নিশি কান্দে বসে কালাশায় জ্বরে রে (হৃদয়পুরে) ।।