বাড়ি আমার কন্দিল শহরে
উত্তর দক্ষিণ পূর্ব আর পশ্চিম
তরজমা করো নিয়া তাহার ভিতরে ।।
বাপের নামটি কামাল, মায়ের নামটি জামাল
আমার নামটি বিন্দুয়া শহরে ।।
বাপে দিলো চারি, মায়ে দিলো চারি
খোদায় দিলো দশ নিকুঞ্জ মন্দিরে ।।
মক্কা আর মদীনা, ত্রিপনির ঠিকানা
শ্রীকুলার মন্দিরে
লাহুতে গণ্ডগোল, শ্রীকুলা ফুটছে ফুল
ঘ্রাণ চলে তার উজান শহরে ।।
একটি আন্ডার ছয়টি কুসুম
বারো বাচ্চার এক দম, চেনো নি তারে ।
সুললিত স্বরে, হাওয়ায় আধার করে
ছয় হাজার জিতে মরা তাহার ভিতরে ।।
লাহুত আর মলকুত, নাছুত আর জবরুত
হাওয়াতে কল ঘোরে ।
আন্ডা আছে বাচ্চা নাই, কী আশ্চর্য দেখো তাই
পাখি উড়ে তাহার ভিতরে ।।
কাফ লাম শীনে, ভাবি রাত্রদিনে
ঘুরি ফিরি উজান শহরে ।
দমের উপর বাড়িঘর, দম ছুটিলে একাশ্বর
যাইতে হবে অন্ধকার কবরে ।।