কালা শাহ রচিত গান নং ১৩৫

বন্ধু আমি ছাড়মুনা তোমারে
(আরে) ধরছি চরণ, জন্ম-মরণ রে বন্ধু, যা করো আমারে রে ।।
তোমার পিরীতেরে বন্ধু ফিরি দেশে দেশে
আজি আমার ভাগ্য ফলেরে বন্ধু পাইয়াছি সাক্ষাত রে ।।
যা ইচ্ছা তাই করো রে বন্ধু, আমার হৃদ বাসরে
আরে দুই নয়ন ভরিয়া রূপ দেখিমু তোমারে রে ।।
নিত্যই নতুন করো খেলারে বন্ধু, আমার হৃদয়পুরে
কাফ লাম শীনেরে বন্ধু আনন্দ সাগরে রে
দিয়া ধরা, দেওনা ধরা রে বন্ধু থাকি এক শহরে
হৃদয় পিঞ্জরায় বান্ধি রে বন্ধু রাখিমু তোমারে রে ।।