প্রেম কইরো না ও সজনী, প্রেম করা বিষম জ্বালা
জীবন যৌবন আমার মজাইলো চিকন কালা ।।
হইয়া তোর উদাসীনি, লোকে বলে পাগলিনী গো
ওরে লোকের মুখে কলঙ্কিনী, সয়না রে বন্ধের জ্বালা
আহারে নিদয়া বন্ধু, দয়া নাই তোর এক বিন্দু
দয়াল নামটি ভবার্ণবে শুনিয়া গলে দেই মালা ।।
করিয়া মোরে দেশান্তরী, কেনে বন্ধু চাওনা ফিরি
ওরে তর প্রেমে জ্বইলা মরি, পাইয়া মারলে অবলা ।।
তোর প্রেমে যে পড়িলো, কানতে কানতে নয়ন গেলো
জাইনাছি জাইনাছি বন্ধু, তুমি কালাশারই কমলা ।।