কালা শাহ রচিত গান নং ১২৯

কুল পাবে না, নবীজি বিনে কূল পাবে না ।
যদি হাশরে চাও নিস্তার, নবীজি মোস্তফার
দরুদ ভেজো রাত্র গো দিনে ।।
তামামি বৎসর উঠেঙ্গে কয়বর, হাশর দিনে
সাওয়ার নাবী পার, না মিলবে কাউছার
পিলাবে নবী সেই নিদানে ।।
আয় পেয়ারে নবী, ইসলাম রবি, দোনো জাহানে
হাশরেরই ময়দান, ধুপে হবে পেরেশান
জ্বলিয়া কাবাব হবে সেই দিনে ।।
নবীজির চরণ, করহে ভজন মুসলমানে
কালাশা কামিনা, না চিনি সে আপনা
মারা গেলাম দীনহীনে, গেলো দোনো জাহানে ।।