কালা শাহ রচিত গান নং ১৫৯

কালনাগে দংশিলো মোর পরাণি গো সখী ।
(ও আমি) জানলে নি গো ধরি কাল সাপিনী ।।
কালনাগে দংশিলো মোরে, ঝারিলে বিষ উজান চলে গো
ও আমার বিষের জ্বালায় রক্ত হইলো পানি গো (সখি) ।।
বিষে হারা, জিতে মরা, হইয়াছি পাগলের ধারা গো ।
আমি দেশ বিদেশে ঘুরি পাগলিনী গো (সখি) ।।
এই বিষের আর ঔষধ নাই
বলো আমি কোথায় যাই গো
আমি কোথায় গেলে পাবো গুনমণি ।।
(সখী) কালাশায় কয় ওগো সখী
আমার বন্ধু আনি দেখাও দেখি গো ।।
এগো, আমার ভাবে আমার বন্ধু কালসাপিনী গো (সখী)
কাল নাগে দংশিলো মোর পরাণি গো (সখী) ।।