এই সংসারে মাইয়ার প্রেমে পুরুষ রইলো বান্ধা ।
বিন মুর্শীদে মাইয়ার সঙ্গ নাহি পাবে কান্দা ।।
মুন্সী মৌলবী যত, কেতাব পড়ে শত শত ।
কেতাবে নাই মাইয়ার তত্ত্ব, কোথায় পাবে কান্দা ।।
মাইয়া হইলো কলেবড়, জন্ম লইলাম তার উদর ।
বিচি হইতে বৃক্ষের উদয়, বিচি গাছে জেন্দা ।।
এই সংসার সব ভোজের বাজি, সাধু-ফকীর শরার কাজী ।
আসল কাজে কেউ দেখিনা, খালি দেখি ধান্দা ।।
মাইয়াতে মন যেমন মত্ত, সার করো সেই গুরুর তত্ত্ব ।
এক ইঞ্জিনে করে নৃত্য, দেখলিনা তুই আন্ধা ।।
দেখ ভাই ভাবুকগণ, মাইয়ার ঘাটে ডুবলোরে ধন ।
মাইয়া নদীর কূলকিনার নাই, এই দুনিয়ার ছান্দা ।।
মুর্শীদ পদে করো ভক্তি, মাইয়ার কাছে পাবে মুক্তি ।
কালাশারে জিগাও যুক্তি, দুয়ারে দিয়া বান্ধা ।।