কালা শাহ রচিত গান নং ২২৭

বন্ধু তোমার গুণের সীমা নাই ।
অসীম গুণের গুণী তুমি, কোন গুণে তোমারে পাই ।।
অসীম গুণের গুণী তুমি, নিশ্চয় জানিয়াছি আমি গো
দিয়া ধরা দেওনা ধরা, একী বিচার তোমার সাঁই ।।
কেহই ধনী কেহই মানি, কেউরে করছো কাঙ্গালীনি গো
কেউরে হাসাও কেউরে কান্দাও, কেউরে দেও লাখের বাদশাই ।।
যে গুণে পাবো তোমারে, সেই গুণ কি দিয়াছো মোরে গো
যে গুণে তোমারে পাবো, সেই গুণ তো আমার নাই ।।
দয়াময় নামটি ধরো, ঘৃনা আমায় কেন করো গো
শত ঘৃনা করো মোরে, তবু তোমার চরণ চাই ।।
কালাশার এই বাসনা, তোমায় বিনে প্রাণ বাঁচেনা গো
তোমার যা ইচ্ছা লয় তাই করো, তোমার বিনে কোথায় যাই ।।