কালা শাহ রচিত গান নং ২৪৪

পীরের বর্জক ভুইলোনা কখন ।
নূর তাজাল্লি, নূরের খেল, পীর দর্শনে পাবে মন ।।
বিরানে বর্জক দেখো, দমের হিসাব রাখো গো ।
এগো হরদমে আল্লাজির নাম, দমে দমে করো স্মরণ ।।
আপে আল্লা পাক বারি, এশকো নূর করিলেন জারি গো ।
নূর ধিয়ানে নিরঞ্জনে, পাঞ্জাতন করলো সৃজন ।।
রব নামক রক্তের মাঝে, নূর তাজাল্লি ময়ূর সাজে গো ।
বর্জকধ্যানে নবী তনে, ইল্লাল্লাহু নাম সাধন ।।
এগো, মা বাপেরই সংযুক্তিতে, আসলেন নবী দুনিয়াতে গো ।
ভেদ বাতেনি শিখবার জন্য, মেহেরাজে যাইন তখন ।।
গেলা নবী মেহেরাজে, আল্লারই আরশমাঝে গো ।
নূর তাজাল্লি নূরের খেলা, দেইখা নবী অচেতন ।।
ছাহাবা সিদ্দিকের মতে, চেতন করবেন পাক জাতে গো ।
দেখো, নূর তাজাল্লির সাথে ছামনে খোদার সিংহাসন ।।
মুছা কহে রব্বে আরিনি, খোদা কহে লাম তারানি গো ।
নূর তাজাল্লি পাহাড় জ্বলে, সুরমা হইলো চোখ রতন ।।
দীনহীন কালাশায় বলে, জানশরীফ শার চরণতলে ।
কইরাছি ভরসা মনে, মুর্শীদ বাবা মৌলাধন ।।