কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু পড়হে মোমীন ।
কালেমায় তরাইয়া নিবো হাশরের দিন ।।
কালেমা তৈয়বের মায়নি, মাবুদ বর্জক জানি ।
দমে দমে পড় কালেমা করিয়া একিন ।।
শাহাদাত কালেমা দাড়, হুহু রবে বৈঠা মার
ঈমানের নৌকায় চড়, হইয়া অধীন ।।
পড় কালেমা মোমীনগণ, কালেমায় হয় দিলরুশন ।
রৌশন রৌশন হবে, দেখিবে হাছিন ।।
কোন কলে কালেমা ঘোরে, ভেবে দেখো নিগূঢ় ঘরে
নবী সাহেব বিরাজ করে, কলবেতে চিন ।।
নবীর উম্মত হবে যদি, পড় কালেমা নিরবধি
পার হইবে ভবনদী, কালাশা কমিন
কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু পড়রে মোমীন ।।