শরীয়তে মারেফতে লাগলো রে বিষম বাদ ।
ওরে দুই দলে ঝগড়া করে
কেউর না মিটে মনের সাধ ।।
শরীয়তে কয় আমি বড়, মারফতে কয় বিচার করো ।
কেবা ছোটো, কেবা বড়, আজমীর শরীফ দেখ প্রকাশ ।।
মুন্সী মৌলবী যত, ওয়াজ করে শত শত ।
ওরে গান বাজনায় ফকীর রত, মৌলবী কেনে করো বিবাদ ।।
কিতাবের পৃষ্ঠার তলে, ওয়াজে কি খোদা মেলে ।
সেই দিলে খুজিলে মিলে, হিংসা নিন্দা করো বাদ ।।
ওয়াসিল হক কারে বলে, কি বুঝবে তুমি আন্ধা দিলে ।
পরকে বুঝাও পরমকথা, (নিজে) খাও ভাই মোরগ ভাত ।।
শরীয়তের জোর বাণী, মনসুর হিল্লাজ দিলো শুলে ।
আনাল হক নামে সদাই জপে, কেতাবে না ধরে তাত ।।
অধম কালাশায় বলে, আদম গড়ে যেই কালে ।
রূহু চেতন হইলো বাজনার তালে
এসরাফিলের শিঙ্গা হাত ।।