আমি তো বুঝিনা কথা
আমি বুঝি, আর কেউ বোঝেনা ।
(চিতাঙ্গ) বুঝের লাগি দেশ বিদেশে
ঘুরিয়া ফিরি বুঝ পাইলাম না ।।
এ সংসার সব ভোজের বাজি
বুঝতে বুঝতে হইলাম পাজি
বুঝের গাছে ফুল ফুটিয়াছে
বুঝের ফল ভাই কেন ধরেনা ।।
কলির যুগে সবই বোঝা, দুধের শিশু হইলো সোজা
ক্ষণে কান্দে, ক্ষণে হাসে, এক বিনে সে দুই বোঝেনা ।।
বুঝের কাছে আছে বুঝ
সেই বুঝের তো না মিলে খোজ
বে-আক্কেল হইয়া বোঝো বিচার,
আক্কেল থাকলে বুঝ পাবে না ।।
অবুঝা কালাশায় বলে, পাবেনা বুঝ শহর-বন্দরে
আছে বুঝ কাঙালের ঘরে, কাঙালে সে বুঝ ছাড়েনা ।।