পাগল করিলে রে বন্ধু, পাগল করিলে ।
দিয়া মুখের হাসি, এত ভালবাসি
কেন বা দুষী আমায় বানালে ।।
তোমার ভালবাসা সকলই
নৈরাশা আশাতে ফুরালে
পাইনা তরুণ ডুরি, কত মনে ঘুরি
দেশে দেশে আমায় পাগল সাজাইলে ।।
গেলো দিনমণি, আসিলো রজনী
তবু প্রাণমণি না আসিলো ঘরে ।।
তোমারে লইয়া, আনন্দ হইয়া
থাকিবার ভাগ্য নাই মোর কপালে ।।
দিয়া প্রেম ফাঁসি, করিলে উদাসী
দাসী না বানালে ।।
গোকুল নগরে ফিরি ঘরে ঘরে
তবু না তোমারে পাইলাম রে বন্ধু ।।
ঘুমাইয়া থাকি, স্বপনে দেখি, রাত্র নিশাকালে ।
জাগিয়া তোমারে পাইলামনা ধারে
কোন কলে দেখাইলে রে বন্ধু ।।
আমার মাঝে তুমি, তোমার মাঝে আমি
থাকি এক ঘরে ।
আমার চক্ষে দিয়া তালা, করো কত খেলা
একি তোমার লীলারে বন্ধু ।।
তোমার মুখের বাণী, অমৃত জানি
বিষ মাখো কেনে নিদয় হইয়া
আমারে ছাড়িয়া কোন বনে লুকাইলে রে বন্ধু ।।
প্রাণবন্ধু বিনে, কাফ লাম শীনে
জবর দিলে ওড়ে একটি পাখি
সেই পাখি ধরিয়া, প্রেমডোরে বান্ধিয়া
সায়রে ভাসাইয়া দিলায় রে বন্ধু ।।