ভেজো দুরুদ সোনার মদীনায় (চিতান)
(এগো) নবী ধ্যানে মনপ্রাণে, পড়ো দরুদ সর্বদায় ।।
পুসিদাতে নূর নবী, জাহেরে তে আদম ছবি গো ।
(এগো) বাতেনে তে মা হাওয়ারে সৃজন করলো খোদ খোদায় ।।
আউয়ালে আখেরে নবী, জাহেরে বাতেনে নবী গো ।
(এগো) দুনিয়াতে আইলো নবী, গুনাগার উম্মতের দায় ।।
আমিনার গর্ভ হইতে, আইলো নবী প্রেম খেলিতে গো ।
(এগো) নাবি নবী নব্বই পাইয়া, নয় নম্বর নয় দরজায় ।।
নয় দরজা রাখছে খোলা, এক দরজায় মারছে তালা গো ।
(এগো) সেই তালা খুলিতে পারে, গাউস কুতুব আউলিয়ায় ।।
শরীয়তে ঝাণ্ডা দিয়া, তরিকতে গাড়ায় গিয়া গো ।
(এগো) দীক্ষা শিক্ষা পাইলো নবী এশকের মাদ্রাসায় ।।
নব্বই হাজার বেদের কথা প্রকাশ পাইলো সেথায় গো ।
(এগো) তকদীর মতে বাটিয়া নিলো, রূহানী হাল আউলিয়ায় ।।
দুই খান্দান নকশীয়া নিলো, তিন খান্দান কাদরীয়া পাইলো গো ।
(এগো) চার খান্দান মোজাদ্দেদ পাইলো,
পাঁচ খান্দান নিলো চিশতীয়ায় ।।
চার পীরের চৌদ্দ খান্দান, চৌদ্দ সজিদায় হইলো কোরাণ গো ।
(এগো) নবী সাহেবের চৌদ্দ নিকা, চৌদ্দ ভুবন দুনিয়ায় ।।
সরোয়ারে আলম তিনি, সব রূহানীর শিরোমণি গো ।
(এগো) রূহু লইয়া মগ্ন হইয়া, প্রেমানন্দে প্রেম খেলায় ।।
(এগো) শরীয়তে করো ছন্দি, তরিকতে বোঝো ফন্দি গো ।
(এগো) হকীকতে রূইলে বীজ, মারফতে তার ফল খায় ।।
কাফ লাম শীন অক্ষরে, জবর দিলে পাখি উড়ে গো ।
(এগো) উড়ে পাখি, কেউ না দেখি, চৌদ্দ রিকাফ পাখির গায় ।।