লাইলাহা কালেমা পড়ো মন
দিলের ভেদ না জানিলে বৃথা এ জীবন ।।
নবীর উম্মত হবে যদি, পড়ো কালেমা নিরবধি
পার হইবে ভবনদী, ভজো নবীর দুই চরণ ।।
কোন কলে কালেমা ঘোরে, ভাইবে দেখো নিগূঢ় ঘরে
নবী সাহেবে বিরাজ করে, কোন ঘরে নবীর আসন ।।
কলব রূহু ছিরর খপি আকফা নফস ছয়টি রবি ।
চল নবীর উম্মত সবই কলবে নিরঞ্জন ।।
মুর্শীদ রূপে ধ্যানে ধরো, কলবেতে জিকির পড়ো গো
পাবে বন্ধু নিজ ঘর, শুন আশিকগণ ।।
মান আরফা নাফছাহু, ফাকাদ আরফা রব্বাহু
নিজের নফস চিনতে পারলে চিনবে নিরঞ্জন ।।
নাকিছ কালাশার মন, কেনে করো উচাটন
মুর্শীদ ভক্তি করো, করিয়া যতন ।।