কালা শাহ রচিত গান নং ৭৬

আল্লা আল্লা বল ভাই যত মোসলমান ।
আল্লা বিনে এই সংসারে নাহি পরিত্রাণ ।।
আল্লা বলিয়া বান্দা বলিও রাসুল ।
হরদমে আল্লাজির নাম, হয়না যেন ভুল ।।
আপে আল্লা কাদির গনি, সবাকার সাঁই ।
আল্লা বিনে দোজাহানে ফরীয়াদের জায়গা নাই ।।
আমি অতি মূর্খমতি, অধম ও লাচার ।
বিদ্যা বুদ্ধি এ সংসারে কিছু নাই আমার ।।
ভুল ত্রুটি হইলে ক্ষমা দিবেন মিয়া ভাই ।
সকল জনাবে আমি আরজ জানাই ।।
গরীব ও লাচার আমি, ধন কড়ি নাই ।
মনে বড় সাধ ছিলো, এই পুঁথি ছাপাই ।।
টাকার অভাবে ভাই ছাপাইতে না পারি ।
এক খণ্ড ছাপাইলাম আমি, দুইখণ্ড রইলো বাকী ।।
আল্লা রাসুলের যদি হয় মেহেরবানী ।
বাকী পুঁথি ছাপাইবো, টাকা করিয়া আমদানী ।।
ত্রিপুরা জেলাতে মোর ছিলো জন্মস্থান ।
দেশে দেশে ঘুরি কত, হইয়া পেরেশান ।।
দেখিয়া দুনিয়ার হাল, দিলে হইলো ধন্দ ।
কিছু গান ছাপাইলাম, করিয়া পছন্দ ।।
শোনরে মোমীন ভাই, যত মোসলমান ।
অধমে সালাম জানাই সবায় বিদ্যমান ।।
সকলে করিবায় দোয়া আমি অধমেরে ।
রাসুলের ইজ্জতে আল্লায় পার করে মোরে ।।
ধাইপুর গ্রাম বসতবাড়ি, অধমের ঠিকানা ।
পোস্ট অফিস পাইল গ্রাম, দিরাই মৌজায় থানা ।।
জিলা জানো শ্রীহট্ট সদরও অফিস ।
পুঁথির দরকার হইলে পাঠাইবায় ফিস ।।