কালা শাহ রচিত গান নং ৮৭

লাইলাহা ইল্লাল্লাহু পাক সোবাহান
রাখো মারো যাহা করো, তেরে কুদরতেরই শান ।।
আল্লাহ কাদির গনি, তোমায় বিনে কেউ না জানি গো ।
তুমি করো মেহেরবানী, আমি আছি পেরেশান ।।
এলাহী আলামীন আল্লা, নূর মোহাম্মদ হাবীবুল্লা গো ।
লা শরীক, খালিক, মালিক আল্লা, শরীক নাই তান ।।
আওয়াল আখেরে তুমি, জাহের বাতেনে তুমি গো
তোমার নামে আসমান যমীন, তুমি আলীশান ।।
নূর মোহাম্মদ নবী, দোজাহানে যার খুবি গো
আরশ কুরস লওহ কালাম, তোমার নূরে শান ।।
নূর মোহাম্মদ নাম, সকলই নূরেরই কাম গো ।
আল্লার পিয়ারা তুমি, উম্মতেরই জান ।।
হাশরেতে নবী সবে, নফসি নফসি ফুকারিবে গো ।
কেউ কারো দিকে নাহি চাবে, হইয়া পেরেশান ।।
কেবল মোহাম্মদ নবী, উম্মতি উম্মতি ভাবি গো ।
ফুকারিবে আহাজারি, উম্মতেরে দেও ত্রাণ ।।
শফিউল মজনবী তুমি, কোরাণে শুইনাছি আমি গো ।
হাশরেতে তরাইবে যত উম্মতয়ান ।।
আমি বান্দা গুনাগারে, ডাকি আল্লা বারে বারে গো
করো উদ্ধার কালাশারে, হইয়া মেহেরবান ।।