কালা শাহ রচিত গান নং ১২৪

মওলানা জান শরীফ বাবা, ডাকি তোমারে
তুমি নি করিবায় দয়া রোজ হাশরে ।।
আমি বাবা কর্মদোষী, কি দিয়া করিমু খুশী গো ।
কত লক্ষ দোষের দুষি, আমি তোমার দরবারে ।।
যাহা ইচ্ছা তাই করো, চাইনা ভালো অন্য কারো গো ।
তুমি দয়া না করিলে ঠেকছি সংসারে ।।
কী ধন আছে, কী ধন দিমু, সব ধন তুমি বন্ধু গো ।
জীবন যৌবন আমার দিছি তোমারে ।।
আমি অতি মূর্খমতি, জানিনা ভজনরীতি গো ।
দীক্ষা-শিক্ষা তোমার কর্ম, চালাও আমারে ।।
কালাশা অধম কায়া, তুমি না করিলে দয়া গো ।
প্রাণ ত্যাজিবো তোমার নামে কলঙ্ক সারে ।।