কালা শাহ রচিত গান নং ১২৬

ভবে মানুষ কয় কারে, নি তারে
সেই মানুষ জিতে মরা, হয়না কভু আপনহারা
নাম স্মরণে চলছে উজান শহরে ।।
আহার-নিদ্রা ত্যাজ্য করি, সে হইছে প্রেম ভিখারী ।
থাকেনা গোকূল নগরে, ধরিয়া কাঙালের বেশ ঘুরে
কত দেশ-বিদেশ, ঘৃনা করি যায়না কেউ তার ধারে ।।
সেই মানুষ পরশমণি, স্বর্ণযোগে হইছে ধনী ।
তার তুলনা কি দেবো সংসারে ।।
আকাশ ও পাতালাদি, চৌদ্দ ভুবন, পাহাড়-নদী
চক্ষের পলকে ভ্রমণ করে ।।
খাট পালঙ্ক ফুল বিছানা, ছেড়ে দিয়ে আমিরানা
যায়না সে কাম নদীর ধারে ।।
কালাশায় কয় ছাড় মন, সুখের রাজ সিংহাসন
নাম স্মরণে চল সুরেশ্বরে ।।
মুর্শীদপুরে ফুটছে ফুল, আনতে গেলে গণ্ডগোল
কাম কুম্ভীরে ধরে তার ঘাড়ে ।।
কাম কামিনী মদন বানে, টানেরে বিষম গুনে
সেই গুণ ভক্তির গুণে সারে ।।