হায় গো সখি, গিয়াছিলাম জলের দায়
কী অপরূপ দেইখে এলাম কদমতলায় ।।
আর গিয়াছিলাম জলের ঘাটে, জল আনিতে
আমিও একা, সেও একা, দেখা দুইজনাতে ।
ও তারে ধরি ধরি ধরি বলে গো সই
অয়গো সখি, ধরলে নাহি ধরা যায় ।।
ঐ রূপ দেইখে নয়নে
ভুলিতে পারিনা গো সখি, বৃথা এ জীবনে
অধীন কালাশায় কয়, ধৈর্য্য ধরো গো
অয়গো সখি, নইলে কূল মান যায় ।।