ছমিউন বছির নাম, লতিফুল খাবীর
গুনাখাতা মাফ করো, এলাহী কাদির ।।
আপে আল্লা কাদির গনি, তোমা বিনে কেউ না জানি গো ।
আছি আমি পেরেশান, আমার মন করো স্থির ।।
কাদির সাহেব বড়পীর, পীরানে পীর দস্তগীর গো ।
পীর আউলিয়া যত ইতি, তান পদে শির ।।
হাশর ময়দান পরে, সুপারিশ করিবারে গো
নবী বিনে সেই নিদানে নাহি জায়গির ।।
গুনাগার উম্মত মোরা, তোমার হুজুরে খাড়া গো ।
রাখো মারো যাহা করো, হুজুরে হাজির ।।
কয়বর হায়শর পুলছেরাতে
কেমনে পার হইমু তাতে গো ।
অনায়াসে পার হইবো উম্মত নবীর ।।
গুনাগার উম্মত মোরা, তোমার হুজুরে খাড়া গো ।।
পানা দেও বারি তায়ালা, উম্মত সবাইর ।।
নাকিছ কালাশায় বলে, নবীজির চরণতলে গো ।
কেবল ভরসা মনে, জান শরীফ শা পীর ।।