কালা শাহ রচিত গান নং ৫৬

আওয়াজ বিনে কি ধন আছে এই সংসার (চিতাঙ্গ)
আওয়াজে মজুদ আছে আল্লাহু পাক পরওয়ার ।।
মাদ্রাসায় পড়িতে গেলে, ওস্তাদে আওয়াজ না দিলে,
তখন মন তুই কি পড়িবে, কি বুঝবে তুই পড়ার সার ।।
বারা গুড়ি চিড়ার পাড়, আওয়াজ হয় তার বেশুমার,
পাড়ের তালে চিড়া ফলে, চিড়া কি হয় সরার বার ।।
রেলগাড়ি-ইস্টিমার, আওয়াজ হয় তার রংবাহার,
কত রঙে আওয়াজ করে, শুনে কত সরদার ।।
আওয়াজ যদি হারাম হইলো, ইল্লাল্লাহু কইতে আইলো,
জিব্রাইলে আওয়াজ দিলো, শুইনা নবী বেকারার ।।
এক জমাতে নামাজ পড়ে, আরেক জামাতে বাজনা করে
বাজনা শুনলে নামাজ মকরু, বলিয়া গেলো শরাদার ।।
হাজার মানুষ এক মাঠে গিয়া, নামাজ যদি পড়ে মিয়া
ইমামে আওয়াজ না দিলে কেবা নামাজ পড়ে কার ।।
মুর্শীদের আওয়াজের চোটে বালকের কলব ফোটে
ছয় লতিফায় আওয়াজ ওঠে, নব রঙ্গে বাজনা তার ।।
শুনিয়া সে বাজনার ধ্বনি, আপনহারা মহাজ্ঞানী,
নাচে কুদে হাহা করে, বর্জক ধ্যানে মাশুক তার ।।
যে হইছে আসলে ভুল, কি বুঝবে আওয়াজের মূল,
হুহু রবে ঢোলক বাজে, করতালে কয় ইয়া রাসুল ।।
কাফ লাম শীন অক্ষরে, প্রকাশ হইলো তার ভিতরে ।
বুঝতে যদি নাহি পারো, জবর দিয়া দেখো সার ।।