কাম তরঙ্গে হইলে যাদুমণি কামেরই তরঙ্গ
তোমার মা-বাপেরই সঙ্গ
তাহাতে জন্ম সাধু ফকীর জ্ঞানী ।।
ঝাগ দিওনা বল, তুমি কেমন চলো বলো তো শুনি ।
তুমি কামাতুরা অতি, তোমার ঠিক থাকেনা মতি
তোমারে লইয়া করে টানাটানি ।।
কাম-কুম্ভীরে তরে, কি করিতে পারে
হইতে পারলে মুর্শীদ ধ্যানী ।।
মুর্শীদ ধ্যানে কাফ লাম শীনে, জবরে মায়নি ।
মুর্শীদের চরণ করিলে ভজন, বান্ধিতে পারো পরশমণি ।।