আমি আনন্দে আনন্দে দিমু প্রাণ ।
কাঙ্গালের বন্ধুরে, ও বন্ধু, এক বিন্দু মোরে করো দান ।।
কোরানে খবর দিছো, সয়ালে মোহিত আছো
পাইনা তোমায় করিয়া সন্ধান ।
তোমারে পাইবার আশে, ঘুরি কত হুশ-বেহুশে
এই জগতে হইয়া পেরেশান ।।
সয়ালের দয়ালও তুমি, নিশ্চয়ই জানিয়াছি আমি,
আমার প্রতি হও মেহেরবান ।
তুমি দয়া না করিলে, কারে ডাকমু বন্ধু বলে
কে মোরে করিবে পরিত্রাণ ।।
সরকাৎ কয়বর পুলছেরাতে, কেমনে পার হইমু তাতে
জানি আমি বড়ই নিধান ।
গফুর রহিম নাম, রহমতে করো কাম
তুমি বিনে নাহি দুজাহান ।।
কালাশা অধীন কায়া, তুমি না করিলে দয়া
বলো বন্ধু কে আছে আমার ।
তুমি প্রেমের শিরণি, জগতে তোমার নামের ধ্বনি
আমি কঠিন, তুমি দয়াবান ।।