কালা শাহ রচিত গান নং ১৯৩

আমায় কেউ ভালোবাসে না গো
বন্ধু শাকি জানিয়া আমারে ।
এগো, সবে বলে দূর দূর
আইছ না তুই আমার ধারে ।।
বন্ধু আমার নির্ধনিয়ার ধন
বন্ধু বিনে এই সংসারে কেউ নাইরে আপন ।
এগো, আমার বন্ধু জ্ঞানসিন্ধু, রাখিয়াছি হৃদ বাসরে ।।
বন্ধু আমার নয়নের তারা
দেখিলে সে প্রাণে বাঁচি, না দেখলে মরা ।
এগো আমার ভালা, আমার বুরা, তোমার কি তায় সংসারে ।।
কুল কলঙ্কের ভয় নাই গো আমার
বন্ধু আমার প্রাণসখা, আমি বন্ধুয়ার ।
এগো বলুক বলুক লোকে মন্দ
পরের মন্দে কি করে ।।
কালাশায় কয় পিরীতি রতন
পিরীত কইরে যে মরিয়াছে, সাফল্য জীবন ।
এগো, ভাবের ভাবুক, প্রেমের প্রেমিক
কয়জন মেলে সংসারে ।।