কালা শাহ রচিত গান নং ১৫০

কোথা হইতে আইলায় মিয়া
কোথায় যাইবায় বলো না (চিতান)
কোন দেশেতে বসত করো, কারে করো ভজনা ।।
কেবা তোমার মাতাপিতা, কেবা তোমার জন্মদাতা ।
আদি যুগে ছিলায় কোথা, সেই কথাটি বলো না ।।
তোমার জন্ম কেবা দিলো তাহার জন্ম কোথায় ছিলো ।
কোন কওমেতে জন্ম হলো, কওমের বিচার করো না ।।
মোহাম্মদী দ্বীনে আসি, কোন সুরেতে বাজাও বাঁশি ।
কোথায় তোমার রবি শশী উদয় হইলো, বলো না ।।
মাইয়া না পুরুষ তুমি, ফরিয়াদী কি আসামী ।
ইহাতক বুঝাও দেখি, মোরে করো মার্জনা ।।
কাফ লাম শীন অক্ষরে, জবর দিলে পাখি ওড়ে ।
ঝাকে ওড়ে, ঝাকে পড়ে, পাইনা পাখির ঠিকানা ।।