জাগিলে না হবে ঘর চুরি, মন বেপারী । (চিতাঙ্গ)
ছয়জন ডাকাত আসি, ঢালিয়া দাগার ফাঁসি
লুটিয়া যে নিলো তেরোজুড়ি ।।
মহাজনে পুঞ্জি দিয়া, দিলো ভবে পাঠাইয়া
আইসো তুমি হইয়া বেপারী ।
ব্যাপারেতে নাই দিশা, সোনার দরে কিনলে সীসা
সব ডুবাইলে কাম সাগরের পারি ।।
নফস রাজার সৈন্য সেনা, আটচল্লিশ গুন হইতে দুনা
কাম সাগরে জ্বলছে সোনার পুরী ।
সেই পুরীতে যাবে যারা, জীবিত প্রাণে হবে মরা
মরা মুখে কীসের বাহাদুরী ।।
জবানেতে জিব্রাইল, লাহুতেতে আজরাইল
নাছুতে তে জাগাও দুই প্রহরী ।
কলব, রুহ, ছেরর খোপির ঘরে, মুর্শীদের বর্জক ধরে
কাম সাগরে যাও না ডঙ্কা মারি ।।
হৃদ মন্দিরে মাইয়ার শাসন, মণিপুর মুর্শীদের ধন
নয়নপুরে মাইয়ার কর্মচারী ।
কখন মারে কখন বাঁচায়, এশকের পুতুল কলে নাচায়
বর্জক ধ্যানে লাগাও ডাণ্ডা বেড়ী ।।
৮ বাক ১২ থানা, মাইয়ার ১৪ জেলখানা
ত্রিপুনিতে মুর্শীদের কাছারি ।
কাছারির পাহারাদার ৬২৪ হাজার
চোর গেলে করে গেরেপতারি ।।
কালাশায় কয় ভজো মন, মুর্শীদ অমূল্য ধন
ভজিলে তোর মিলিবো কাণ্ডারি ।
একূল সেকূল দুকূল পাবে, ভবযন্ত্রণা ঘুচে যাবে
নফসে তোমার করবে তাবেদারী ।।