কালা শাহ রচিত গান নং ২৫

হায়রে মন পাগেলা, বইসো তুমি নিরালা
দমের সঙ্গে যোগ করিয়া বাজাওরে বেহালা ।।
দম সুর, জিল মধু ; নামের ঠাটে বাজাও সাধু,
দেখবে যদি চিকন কালা ।
সেই কালারও বাঁশির ধ্বনি, শুনিয়া হইবে উদাসীনি
ঘরে না রহে প্রাণি হইবে উতলা ।।
(হায়রে) মোকামে মাহমুদা স্বরে, আইছন কালা পঞ্চতরে
লাহুতেতে করে উলামেলা ।
কলব রূহ ছেরর খোপির ঘরে, আল্লা নবী বিরাজ করে
একবার তুই চেতন হয়ে খুলিয়ে দেখ তালা ।।
আফকা নফস ছিলো বাকী, ছয় লতিফা হলো নাকি
দেখাদেখি ফকীরি মেলা ।
ধরিয়া মুর্শীদের পাও, নামের তরী বাইয়া যাও
আনন্দে সাগরে গিয়া গেরাবি পালা ।।
পঞ্চসুরে বাজাও বাঁশি, নফসের গলে দিয়া ফাঁসি
যাইয়ো না সে কামিনী পাড়া ।
কামিনী ফুলের মধু, খায়না নামের সাধু
কালাশায় কয় ওরে যাদু ছাড় কমলা ।।