কালা শাহ রচিত গান নং ১০২

গুরু গুণে শিষ্য ফলে, বিচি গুণে গাছ ।
ইনসাফ গুণে সুক্ষ্ম বিচার ভাইরে, সাগর গুণে মাছ ।।
স্ত্রীগুণে পুরুষ নষ্ট, ভবার্ণবে কতই কষ্ট ।
শাস্ত্র ভেদে আছে রাষ্ট্র ভাইরে জিতে মরা লাশ ।।
রাজা গুণে রাজ্য চলে, হাওয়ার বলে সাগর চলে ।
ঘৃত যে আগুনে গলে, লাগলে তার আচ ।।
ইঞ্জিনের জোর হাওয়ার বলে, কলকৌশলে জাহাজ চলে
মানুষের জোর কোন কৌশলে ভাইরে জিগাও গুরুর কাছ ।।
গুরু বিনে এ সংসারে, কলকৌশলে কি পাইতে পারে ।
মানুষ হইয়া বোঝো বিচার ভাইরে, নামটি জপো খাছ ।।
সঙ্গগুণে রঙ্গ ধরো, আছে ভক্তি যার অন্তরে
কালাশাও ঘুইরা ফিরে ভাইরে, হইলোনা ভক্তি ফাঁস ।।