আমার নবী বিনে গো, ও প্রাণ সই ।
নবী বিনে দুজাহানে কে আছে মোর
আপনা সময় থাকতে তাকে চিনলাম না ।।
(ও সখী গো) আল্লাতালার নূর দিয়া
নূরনবী পয়দা কিয়া গো প্রাণসই ।
তান নূরে আসমান যমীন পয়দা হইলো দেখনা ।।
(ও সখী গো) নূর হইতে নূরনবী
তান নূরে আদম ছবি গো প্রাণসই ।
মা হাওয়ারি পয়দা, কুদরতেরই কারখানা ।।
(ও সখী গো) বেহেশত দোজখ পয়দা
সেই নূরেতে করেছে খোদা গো প্রাণসই ।
নেকি বদি হিসাব কেতাব, কেউর কিছু ছাড়বে না ।।
(ও সখী গো) যেদিন হাশর হবে,
নবীর পানে সবাই চাবে গো, প্রাণসই ।
উম্মতের হিসাবের লাগি হইবো নবী দেওয়ানা ।।
(ও সখী গো) করিম রহিম সাঁই
তুমি বিনে লক্ষ্য নাই গো সই ।
গুনাগার উম্মতের গুনা কইরা দেও মার্জনা ।।
(ও সখী গো) অধম কালাশায় বলে
নবীজির চরণতলে গো প্রাণসই ।
তোমার মত এমন দয়াল ত্রিজগতে দেখিনা ।।