কালা শাহ রচিত গান নং ৭৯

শোনো আশেকান, খোদাকে চিনিবার কি সন্ধান ।
মুর্শীদ রূপে বর্জক ধরো, পাবে খোদা বর্তমান ।।
আদম বানাইলো আল্লায়, কইরে কত ভেদ বিধান
মুর্শীদ না ভজিলে বাছা, কি পাইবে তুমি তার সন্ধান ।।
আদম না ভজিয়া মকরম, হইলো শয়তান ।
আদমেতে আছে আল্লা, কোরাণে আছে বয়ান ।।
কুলবিল মোমীন আরশে আল্লা, দেখরে ভাই মুমীনান
আদমের কলবে খোদা, কেন তাকাও অন্য স্থান ।।
আদম হইতে হাওয়া পয়দা, হাওয়ায় চলে জুমলে জান
তাহার মাঝে কি ভেদ আছে, কি বুঝবো অজ্ঞান নাদান ।।
যে পাইছে তার ভেদের লীলা, না আছে তার শানমান ।
বানাইয়া আদম ছবি, হুকুম দিলো রব গনি ।।
আদমরে সেজদা করো, মকরম শোনো তুমি ।
মকরমে না দিলো সেজদা, মনে মনে আলিশান ।।
আদম আল্লার রঙ্গমল ঘর, খেলা করে সোবাহান ।
তা না হইলে আউলিয়া দরবেশ, কেমনে পাইলো এত শান ।।
আদম আল্লার ভেদের কায়া, এশকেতে বান্ধিয়াছে বান ।
নাহনু আক্রাবু কাহা, বলিয়াছেন জুল্লেশান ।।
শাহারগ হইতে নছদীগ আল্লা, ধরিয়াছে কুন নিশান ।
অধম কালাশায় বলে, জান শরীফ শা কূলমান ।।
নবীজীর মেহরাজের তত্ত্ব, মুর্শীদ ভজলে পাবে দান ।
ধিয়ানে দিদার ধুন্দে ফকীর, কলবে পাক সোবাহান ।।
তাতমাইন্না কলব পড়ো, ফরমাইছেন নবী জাহান ।
নবীজির চরণসেবা কোরাণে আছে বয়ান ।।
ত্রিশ হরফে কোরাণ শরীফ, দশ হরফ ফকীরি শান
যোগ দিলে চল্লিশ হরফ, কালাশার নাই গিয়ান ।।