মন তুই মানুষ যদি হবে ।
তোমার মতলবাদি ছাড়িয়া দিয়া, সানউল্লার মা তালাক দিবে ।।
সাত দিবস ভ্রমণা করি, আগে এক দিন ঠিক করি
কোন দিবসে যাত্রা করলে তোমার মাল হবেনা চুরি ।।
ও তোর ধ্যানের ঘরে লক্ষ্য করে জ্ঞান বাতি জ্বালাবি
সেই বাতির জোরে অন্ধকারে গোপন রাস্তা দেখতে পাবে ।।
পাবে যদি সেই রাস্তা, কইরে ল মন তার ব্যাবস্তা
অবস্তা ব্যাবস্তা করে কোন রাস্তাতে যাবি ।।
এক রাস্তায় ছয়টি থানা, নয়টি সৈন্য পাবে
ও তোর, ধ্যানের গাড়ি সওয়ার হইলে সৈন্য সেনায় কি করিবে ।।
তিন রাস্তাতে কারবার, এক রাস্তায় শ্রীকুলার বাজার
মাইয়ায় মাইয়ায় বেচাকেনা, পুরুষ নাই সে পাবে ।।
সেথায় গিয়া সেই মাইয়া হইয়া, সে বাজারে রবে
ভুবনমোহন রূপে একটি মাইয়া দেখতে পাবে ।।
ভজো যদি সেই মাইয়ারে, দীক্ষা-শিক্ষা দিবে তোরে
অন্ধকার ঘুচে যাবে, অটল সাধন হবে ।
নিয়াশ নদী পাড়ি দিতে মনে ভয় না হবে
শতকোটি নিয়াশনদী, সকলই তোমারি তবে ।।
দেখাদেখি হইলে সাধু, কামতরঙ্গে মাইয়ার যাদু
পাইছো রে ভাই ভবের মধু, আর কি খাবে ভবে ।।
কালাশায় কয় প্রেমতরঙ্গে যদি সাধু হবে
সাধনে সাতগুণ, ভজনে নয়গুণ, আটচল্লিশ গুণ সঙ্গে নিবে ।।