কালা শাহ রচিত গান নং ১০৮

সাধন সিদ্ধি হইলো না মোর, মানুষ জনম বৃথা যায় ।
অকূলে ডুবিলো ভরা, কূল পাইলামনা হায়রে হায় ।।
অকূল নদী বিষে ভরা, সাঁতার দিয়া গেলা মারা ।
সেই নদীতে কাম-কুম্ভীরে হাড় চুষে খায় ।।
যাইয়োনা সে নদীর পাড়ে
ডুবলে দোষ আর দেবে কারে ।
ওরে স্বভাব দোষে পড়ছি ফেরে,
মিছা দোষ দেইরে তায় ।।
মণিকোঠায় দিয়া তালা, পাড়ি ধর সকাল বেলা ।
ওরে প্রেমানন্দে করো খেলা, অকূলে কুল পাইবায় ।।
তালাচাবি নাই মোর হাতে
কালাশায় কামড়ায় হাতে ।।
ওরে, গণ-গুষ্টি মোর মারা গেলো
রঙ্গপুরের দিলদরিয়ায় ।।