হাশরে তরাইবা নিরঞ্জন ।
বিসমিল্লা সোবহান আল্লা পড়হে ভাই মুমীনগণ ।।
সরকাত কবর পুলছেরাতে, কেমনে পার হবো তাতে গো ।
আল্লার নাম হর মুদাম, ভুল পাপী মার গর্দান ।।
এলাহী আলমিন আল্লা, লা-শরীক খালেকুল্লা গো ।
মোহাম্মদ রাসুল আল্লা, ভুইলোনা রে পাগল মন ।।
ফাতেমা জহুরা বিবি, বাপ যার নূরনবী গো ।
বেহেশতের গোলজার বাত্তি, হাসন-হুসেন দুইজন ।।
আবুবকর হযরত আলী, ওমর, ওসমান গনি গো ।
নবীজির পিয়ার ছিলেন, আচাব্বা এই চারিজন ।।
নবী ধ্যানে মনপ্রাণে দরুদ পড়ো রাত্রদিনে গো ।
পড় দরুদ অবিরত, আন্ধা দিল হবে রৌশন ।।
নবীজির মহব্বতে আল্লাতালা জাতে জাতে গো ।
এগো, আসমান-যমীন দুনিয়াতে কত যে করলা সৃজন ।।
এমন নবীর উপরে যে নাহি দরুদও পড়ে গো ।
লান্নত পড়ে তার উপরে, কালাশায় কয় বোঝো মন ।।