জগতে শান্তি আছে কার
শান্তি শান্তি শান্তি করি জীবন গেলো আমার ।।
শান্তি পাইবার আশা করি, মুর্শীদ ভজলাম সুরেশ্বরী গো ।
কি পাইমু তার শান্তিবিন্দু, জ্বলিয়া হইলাম আঙ্গার ।।
সুরেশ্বরীর শান্তি কেছা, সোনাতে সোহাগা মেশা গো ।
লোহা ছাড়া ইস্পাতের ধার, ফাটিয়া করে ছারখার ।।
হিন্দুস্তানে আর পাকিস্তানে, শান্তির জন্য স্বরাজ আনে ।
কাটাকাটি-মারামারি, এইসব কি শান্তির কারবার ।।
আদালত ফৌজদারী, শান্তির জন্য মামলা করি গো ।
নিজের বিচার নিজে কর, আদালতের কি দরকার ।।
সুরেশ্বরীর প্রেমাগুনে জ্বলিয়া মরি রাত্রদিনে গো ।
এগো, সহেনা সহেনা প্রাণে, কলঙ্ক নাম কালাশার ।।