কালা শাহ রচিত গান নং ২৭

বেশরা হারামখুর, না চিনে ঈমানের নূর
তলপেট খাড়া, ত্যাড়া সিথি মাথারই উপর ।।
হায়রে কি জামানার ধান্দা, নাসিকার দুয়ারে বান্ধা
মুছের দুইটা কাটে কান্দা ঠোটেরই উপর ।
তিন কালের হইলে বুড়া, দাড়ি ছাড়া মুছের জোড়া
দৌড়ে যেমন তাজি ঘোড়া বলখেলার উপর ।।
ইসলামেরই ধর্মকর্ম, জানেনা এসব মর্ম,
যৈবতী নারীর সঙ্গে কর্ম করে জেনাখোর ।
আলেম ওলামার শুনলে কথা, মনে তার হয় ব্যাথা
সেখান হইতে চলিয়া যায় দুই আঁখি করিয়া ঘোর ।।
না পড়ে নামাজ রোজা, জানে খালি ভূতের পূজা,
দৌড়ে নায়ে পাইছে মজা করতালের জোর ।
করতালেতে দিয়া তালি, জপে খালি আলি আলি
মেড়া আজি নিবো কেডা কহে ধান্দাখোর ।।
শয়তানের লস্কর যারা, দৌড়ে নায়ে উঠে তারা
ছুব বাইবার পরে সারা, তলা বহুদূর ।
এছা জোরে মারে বৈঠা, জানে প্রাণে যত বেটা
শয়তান পুরের থলায় যাইতে হইলো জরুর ।।
হাদিস দলিল কোরআন মতে, চলো সবে সৎপথে
আখেরে পাইবে ফতে, ঈমানের জোর ।
কালাশার মনে ব্যাথা, হারামখোর যত নেতা
আলপাট কাটা, দাড়ি ছাটা, শয়তানের মজুর ।।