কালা শাহ রচিত গান নং ১৯৭

বন্ধে কি জানি করিলো গো,
গৃহে থাকা হইলো যন্ত্রণা ।
বাইরম বাইরম করে চিত্তে, কেউরই মানা শুনে না ।।
কি জানি কি করলো আমারে
ধরপড় ধরপড় করে সদাই আমার অন্তরে ।
আমি কইতে নারি, সইতে নারি, ঘটলো কত লাঞ্ছনা ।
বন্ধু আমার বড়ই কঠিন
কি জানি করিলো বন্ধে, এখন বাসে ভিন ।
আহা বন্ধু প্রাণসিন্ধু, একবার আমায় দেখলায় না ।।
আমি নারী অবলা অতি, তুমি করো তোমার রঙ্গ
আমার দূর্গতি এগো,
আমি জানিনা কখনও স্বপনে
তোমার প্রেমের কারখানা ।।
কালাশায় কয় শোনো প্রাণধন
প্রেমভিক্ষা দিয়া মোরে, রাখো এ জীবন ।
তোমার যা ইচ্ছা লয় তাই করো
জীবন থাকতে ছাড়বো না ।।