মোহাম্মদ মোস্তফা জপো নাম ।
(এগো) শফিউল মজনবি গোনা বকশাইয়া লবে তামাম ।।
নবী যদি না হইতো, কিছু পয়দা না করিতো গো ।
(এগো) নবীজির ইজ্জতে পয়দা আলমও আল্লার তামাম ।।
নবীর উম্মত হবে যদি, পড়ো কালেমা নিরবধি গো ।
(এগো) পার হবে ভবনদী, তইরে যাবে জাহান্নাম ।।
নবীর উপর পাক বারি, কোরাণও করিলেন জারি গো ।
(এগো) ঈমান আনো, কোরাণ মানো, পড়ো আল্লার খাস কালাম ।।
আবু বকর, হযরত আলী, ওমর ও ওসমান গনি গো ।
(এগো) কাফির করিলো ধ্বংস, জারি হইলো দ্বীন ইসলাম ।।
মোমীন ও মোসলমান যত, পড়ো দরুদ অবিরত গো ।
(এগো) হুজুরী লজ্জত পাবে, কালাশায় কয় হর মোদাম ।।