কালা শাহ রচিত গান নং ১৫১

ডাকলে কি লাভ, না দেখলে নয়নে ।
ইহকাল পরকাল, দেখিতাম চিরকাল
আশা রাখি বন্ধু তোমারই চরণে ।।
(হায়রে) দয়া মায়া নাই তোর
করলে মোরে দেশান্তর, ফিরি বনে বনে ।
দেখিতে দিদার, বাসনা হাজার
ডাকি হে বন্ধু, আকুল পরাণে ।।
জীয়নে মরণে, শয়নে স্বপনে
দেখা দেও দয়ারই প্রাণে
তুমি দয়াবান, একবিন্দু করো দান
নইলে মরি তোমারই আগুনে ।।
কাফ লাম শীনে জবর দিলে
মিলবো কি নামের ধ্বনি
ঐ যে নামের পাখি, উড়িতে না দেখি
দেখিতে পারে ধিয়ানে গিয়ানে ।।