কালা শাহ রচিত গান নং ৮৫

আল্লাহুম্মা ছল্লিয়ালা দরুদ মোস্তফার ।
দরুদ পড়ো সবে, হইয়া যাবে পার ।।
আল্লা তালার নূর দিয়া, নূর নবী পয়দা কিয়া গো ।
নবীজির নূরেতে পয়দা সয়াল সংসার ।।
ফাতেমা জহুরা বিবি, বাপ যার নূরনবী গো
হাসন হোসেন শাহা, বেহেশতো গুলজার ।।
শহীদের শাহা তারা, আল্লার হুজুরে পিয়ারা গো ।
ছবুরের তলোয়ার, খাইলো সিনার মাঝার ।।
হাশর ময়দান পরে, সুপারিশ করিবারে গো ।
নবী বিনে সেই নিদানে কে করিবে গো ।।
কঠিন হাশর মাঠে, দারুণ ধূপের তেজে গো ।
শাফায়াতে রোল মাত্তম, হইয়া জারেজার ।।
আদম হইতে যত নবী, নফসী নফসী করে সবই গো ।
পানা দেও বারি তায়ালা, আমরা গুনাগার ।।
কেবল মোহাম্মদ নবী, উম্মতি উম্মতি বলি গো ।
ফুকারিবে আখেরেতে উম্মতের নিস্তার ।।
শোনো আল্লা দয়াময়, কাতর হইয়া কহি গো ।
গুনাখাতা মাফ করো অধম কালাশার ।।