প্রেমের বাজারে শীঘ্র চল, দিন গেলো ।
(চিতাঙ্গ) প্রেম বিনে, এই না জগতে
প্রেম বিহনে আর কি আছে বলো ।।
হাইল ধরিয়াছ সুরেশ্বরীে, বাদাম টানে শাহানূরী
মুর্শীদ ভজিয়া নৌকা খোলো ।
প্রেম সাগরে দিয়া পাড়ি, হুহু রবে বৈঠা মারি
হীরালাল পরশমতি তোলো ।।
প্রেম ভিখারী যত জন, লও চাইয়া প্রেমধন
প্রেম সাগরে সাঁতার খেলো ।
গহীন সাগরের পাড়ি, যারা হবে প্রেম ভিখারী
সময় থাকিতে বাদাম তোলো ।।
প্রেম পশারি দোকানদার, বিলায়রে প্রেমের পশার
জোড়হস্ত করিয়া তারে বলো ।
বলিলে খুলিবে তালা, ঘুচিবে মনেরই জ্বালা
কলসী ভরিয়া প্রেম তোলো ।।
যার গলে পিরীতের ফাঁসি, সে হইছে মাশুকের দাসী
তার কাছে প্রেমের কথা খোলো ।
ত্যজিয়া কুলমান, হয়ে যাও অজ্ঞান
দয়াল মুর্শীদ আসিয়া লইবেন কোল ।।
প্রেমিক বিনে প্রেম কি জানে, প্রেম কি সকলে চিনে,
শিখো প্রেম মুর্শীদের কোলে ।
মুর্শীদেরও লীলাখেলা, বুঝিতে না পারে কালা
কালাশা বসিয়া রইলো ভুলে ।।